ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে দু’গ্রুপে সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ৬

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
ধুনটে দু’গ্রুপে সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ৬

বগুড়ার ধুনট উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন।

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন।

বুধবার (৩০ নভেম্বর) সকাল ৯টার দিকে ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রঘুনাথপুর গ্রামের জহুরুল ইসলাম (৭৫), তার স্ত্রী সালেহা খাতুন (৬৫), ছেলে লিমন মিয়া (৩০), ৮ নং ওয়ার্ডের সদস্য রঘুনাথপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে বাবুল ইসলাম (৪৫), তার ছোট ভাই রুবেল ইসলাম (৪০) ও নুরুন্নবীর স্ত্রী শামিমা খাতুন (২৫)।

আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পূর্ব বিরোধের জের ধরে উভয়পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।