ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রহমতপুর গ্রামে জলমহাল নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারী শিশুসহ ৪০ জন আহত হয়েছেন।

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রহমতপুর গ্রামে জলমহাল নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারী শিশুসহ ৪০ জন আহত হয়েছেন।  

শুক্রবার (২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় শহিদ মিয়া (৪০), মহিবুর রহমান (২৫), কাইয়ুম মিয়া (৩০) ও জুবেল মিয়াকে (১৫) টেঁটাবিদ্ধ অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার রহমপুর গ্রামের শের আলীর ছেলে মস্তু মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জলমহাল নিয়ে বিরোধ চলছিলো একই গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মেম্বার আলী রহমানের। এ নিয়ে সকালে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী দফায় দফায় এ সংঘর্ষে নারী শিশুসহ ৫০ জন আহত হন।

খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

সংঘর্ষে আহদের মধ্যে আলামিন মিয়া (২৫), মিরাশী বেগম (৩৫), আহম্মদ মিয়া (২২), আশুক মিয়া (৩০), আব্দুল সামাদ (২২), কাইয়ুম মিয়া (২৫), সাহিদ মিয়া (৩৫), জুবেল মিয়া (১৫), রওশন মিয়া (৪৫), রুবেল মিয়া (১২), মহিবুর রহমান (২০), লিয়াকত (৩০), আলফিনা বেগম (১৬), আরব আলী (৩৫) ও জুয়েল চৌধুরীকে (২৮) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী বাংলানিউজকে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬
বিএসকে/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।