ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
কেরানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে চম্পা বেগম (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে চম্পা বেগম (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার (০২ ডিসেম্বর) সকালে কেরানীগঞ্জ মডেল থানাধীন গুলজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতের স্বামী মো. সুজন জানান, কামরাঙ্গীরচর এলাকায় একটি প্লাস্টিক কারখানায় চাকরি করেন তিনি। বৃহস্পতিবার রাতে কারখানায় একটি অনুষ্ঠানে যাওয়ার সময় চম্পা তার সঙ্গে যেতে চান। কিন্তু তাকে বুঝিয়ে বাড়িতে রেখে চলে যান সুজন।  

সকালে বাসায় এসে ঘরের দরজা বন্ধ পেয়ে একাধিকবার ধাক্কা দিলেও দরজা না খোলায় জানালা ভেঙে দেখি আমার স্ত্রী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে বাড়ির অন্য সদস্যদের সঙ্গে নিয়ে পুলিশে খবর দেওয়া হয়।

কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।  এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬
বিএসকে/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।