ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গাদের ওপর হামালা বন্ধের দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
রোহিঙ্গাদের ওপর হামালা বন্ধের দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর হামলা বন্ধের দাবিতে সাভার আশুলিয়ার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।

সাভার (ঢাকা): মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর হামলা বন্ধের দাবিতে সাভার আশুলিয়ার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।

শুক্রবার (০২ ডিসেম্বর) দুপুরে বাজার বাসস্ট্যান্ড, আশুলিয়ার জিরানী বাজার বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় মুসল্লিরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

বিক্ষোভ মিছিলে সাভার আশুলিয়ার বিভিন্ন মসজিদের কয়েক হাজার মুসল্লি সমবেত হয়ে মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদ জানান।

বিশ্ব নেতাদের প্রতি শান্তিপূর্ণ পদক্ষেপের জন্য আহবানও জানান তারা। রোহিঙ্গা ইস্যুতে মানবাধিকার কর্মীদের নিরব ভূমিকার তীব্র নিন্দাও মসুল্লিরা।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬
জিপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।