ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে অজ্ঞানপার্টির ৬ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
সিরাজগঞ্জে অজ্ঞানপার্টির ৬ সদস্য আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জে অজ্ঞানপার্টির ছয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে অজ্ঞানপার্টির ছয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

 

শুক্রবার (০২ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার শিয়ালকোল এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- সিরাজগঞ্জ শহরের পুনর্বাসন এলাকার মৃত আল মাহমুদের ছেলে মো. ইকবাল হোসেন শেখ (৩০), গাজীপুরের পাগার মধ্যপাড়ার  মো. আ. সালাম (৫৪), জামালপুরের চীনারচর লামাপাড়ারার মো. শহর আলী (৪২), মানিকগঞ্জের নলুঝাউয়ার বাছেদ মোল্লার ছেলে মো. সোহেল (৩৪), গাজীপুরের কোনাবাড়ীর মো. মাহবুবুর রহমান মন্টু (৫২) ও কুড়িগ্রামের চিলমারি থানার মকবুল হোসেনের ছেলে মো. আ. রাজ্জাক হোসেন (৩৫)।

র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার হাসিবুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, বিকেলে ছিনতাইয়ের উদ্দেশে মো. মনিরুজ্জামান (৪৮) নামে এক ব্যক্তিকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করেছে দ‍ুর্বৃত্তরা। এমন খবরের ভিত্তিতে শিয়াকোল বাজার এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৬ সদস্যকে আটক করা হয়। এ ব্যাপারে সদর থানায় মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।