ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে প্রাইভেটকার চাপায় নারী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
শ্রীমঙ্গলে প্রাইভেটকার চাপায় নারী নিহত

মৌলভীবাজারে প্রাইভেটকারের চাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৫ জন। নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি।

মৌলভীবাজার: মৌলভীবাজারে প্রাইভেটকারের চাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৫ জন।

নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (০২ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের বধ্যভূমির পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের বধ্যভূমি এলাকার রাস্তার পাশে একটি প্রাইভেটকার সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয় ও ৫ জন আহত হন।

শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) ফজলে রাব্বি বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  

আহত ৫ জনকে উদ্ধার করে মৌলভীবাজার ও শ্রীমঙ্গল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।