ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে সোলসের গানে সম্প্রীতির বার্তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
খাগড়াছড়িতে সোলসের গানে সম্প্রীতির বার্তা ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর

ঐতিহাসিক পার্বত্য চুক্তির ১৯ বছর পূর্তি উপলক্ষে দিনভর নানা আয়োজনের পর শেষ চমক ছিল খাগড়াছড়ি স্টেডিয়ামে পার্বত্য জেলা পরিষদ ও খাগড়াছড়ি রিজিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত শান্তি কনসার্টের।

খাগড়াছড়ি: ঐতিহাসিক পার্বত্য চুক্তির ১৯ বছর পূর্তি উপলক্ষে দিনভর নানা আয়োজনের পর শেষ চমক ছিল খাগড়াছড়ি স্টেডিয়ামে পার্বত্য জেলা পরিষদ ও খাগড়াছড়ি রিজিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত শান্তি কনসার্টের।

কনসার্টে স্থানীয়, চট্টগ্রামের শিল্পীদের পরিবেশনা শেষে মঞ্চ আলো করে সময়ের জনপ্রিয় ব্যান্ড ‘সোলস’।

শিল্পী পার্থ বড়ুয়া একে একে গেয়ে শোনালেন নিজেদের জনপ্রিয় সব গান।

এদিকে কনসার্ট উপভোগে প্রায় ৫ হাজার শ্রোতার চিৎকার, করতালিতে মুখর ছিলো স্টেডিয়াম। কনসার্ট উপলক্ষে আকাশে ওড়ানো হয় ফানুস, ফোটানো হয় আতশবাজি।

এদিকে গানের ফাঁকে সোলসের অন্যতম শিল্পী পার্থ বড়ুয়া দিলেন মিলেমিশে থাকার আহ্বান। তিনি বলেন, ‘এই দেশ আমার। এখানে আমাদের মিলেমিশে থাকতে হবে। বাইরের কেউ এসে আমাদের ভালো রাখবে এমন প্রত্যাশা করা ঠিক হবেনা। আমাদের ভালোমন্দ আমাদেরই বুঝতে হবে। ’

তিনি স্বাধীনতা, দেশবিরোধীদের ক্ষেত্রে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ০০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।