ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে ২ মাদকসেবীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
আদিতমারীতে ২ মাদকসেবীর জরিমানা

লালমনিরহাটের আদিতমারীতে দুই মাদকসেবীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারীতে দুই মাদকসেবীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার (০৩ ডিসেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল খায়রুম এ আদেশ দেন।

অর্থ দণ্ড‍প্রাপ্তরা হলেন- লালমনিরহাট শহরের হজরত আলীর ছেলে মোফাজ্জল হোসেন (৩৫) ও একই এলাকার সোশিল চন্দ্রের ছেলে পেত্রীক মিথুন (৩০)।

আদিতমারী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাঈফ বিল্লাহ বাংলানিউজকে জানান, শুক্রবার দিনগত রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মান্নানের চৌপতি এলাকায় অভিযান চালিয়ে মিথুন ও মোফাজ্জলকে আটক করা হয়।

পরে শনিবার দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের প্রত্যেকের পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
বিএসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।