ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় বিভাগীয় ও জেলা কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
খুলনায় বিভাগীয় ও জেলা কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মন্ত্রণালয়ের অধীন খুলনা বিভাগীয় ও জেলা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মশিউর রহমান রাঙ্গাঁ।

খুলনা: মন্ত্রণালয়ের অধীন খুলনা বিভাগীয় ও জেলা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মশিউর রহমান রাঙ্গাঁ।

 

শনিবার (০৩ ডিসেম্বর) বিকেলে খুলনা সার্কিট হাউজে তিনি এ মতবিনিময় করেন।

মতবিনিময়কালে মন্ত্রণালয়ের অধীন চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন প্রতিমন্ত্রী। পরে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের কার্যক্রমকে গতিশীল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

এ সময় সরকারের রূপকল্প বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগের প্রতিটি কর্মকর্তাকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার এমপি, জাপার চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত ও খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান।
 
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
এমআরএম/এসআরএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।