ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মিঠাপুকুরে মাদক বিক্রেতা স্বামী-স্ত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
মিঠাপুকুরে মাদক বিক্রেতা স্বামী-স্ত্রী আটক

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা স্বামী-স্ত্রীকে গাঁজাসহ আটক করেছে পুলিশ। শনিবার (০৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে মিলন ও আর্জিনা নামে ওই স্বামী-স্ত্রীকে আটক করা হয়।

রংপুর: রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা স্বামী-স্ত্রীকে গাঁজাসহ আটক করেছে পুলিশ।

শনিবার (০৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে মিলন ও আর্জিনা নামে ওই স্বামী-স্ত্রীকে আটক করা হয়।

দীর্ঘ দিন ধরে স্বামী-স্ত্রী দু’জনেই এলাকায় মাদক বিক্রয় করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ূন কবির বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

এ দুই মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।