ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নৌকা ডুবে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
নৌকা ডুবে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আলুকালি নদীতে নৌকা ডুবে নিখোঁজ স্কুলছাত্রী সুমির মরদেহ উদ্ধার করা হয়েছে।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আলুকালি নদীতে নৌকা ডুবে নিখোঁজ স্কুলছাত্রী সুমির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, সকাল ১১টার দিকে উপজেলার আশার কান্দি ইউনিয়নের দাওরাই বাজার এলাকার নদীতে নৌকা ডুবে নিখোঁজ হয় সুমি।  

প্রত্যক্ষদর্শীরা জানান, নিখোঁজের পর পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ চালায় ফায়ার সার্ভিস। নদীতে অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল সুমির মরদেহ উদ্ধার করে।  

সুমি জগন্নাথপুর উপজেলার দাওরাই গ্রামের আলতা মিয়ার মেয়ে। সে উপজেলার ষড়পল্লী স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী।

জগন্নাথপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এসও অখিল কুমার বাংলানিউজকে জানান, দিনব্যাপী অভিযান চালিয়ে সন্ধ্যা ৭টার দিকে নদীর মধ্যস্থান থেকে মেয়েটির মরদেহ উদ্ধার করা হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মুরসালিন বাংলানিউজকে জানান, মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার দাফনের জন্য প্রস্তুতি নিচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
পিসি/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।