ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে জেএমবির এক সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
রংপুরে জেএমবির এক সদস্য গ্রেফতার

রংপুরের কাউনিয়া উপজেলার হলদিবাড়ী এলাকায় ইউসুফ আলী (২৭) নামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেফতার কর‍া হয়েছে।

রংপুর: রংপুরের কাউনিয়া উপজেলার হলদিবাড়ী এলাকায় ইউসুফ আলী (২৭) নামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেফতার কর‍া হয়েছে।

 

রোববার (০৪ ডিসেম্বর) সকালে কাউনিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

ইউসুফ আলী উপজেলার বেটুবাড়ী গ্রামের কামারুজ্জামানের ছেলে।

কাউনিয়া থানার ওসি (তদন্ত) মো. মামুন-অর রশিদ বাংলানিউজকে বলেন, গ্রেফতার হওয়া ইউসুফ আলী জেএমবির সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ইউসুফের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
জিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।