ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মুলাদীতে পলাতক আসামি গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
মুলাদীতে পলাতক আসামি গ্রেফতার

অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাজাহান ফকিরকে (৬০) রাজধানীর কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে বরিশালের মুলাদী থানা পুলিশ।

বরিশাল: অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাজাহান ফকিরকে (৬০) রাজধানীর কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে বরিশালের মুলাদী থানা পুলিশ।

শনিবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

তিনি উপজেলার কায়েতমারা গ্রামের বাসিন্দা।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি)  মো. মতিউর রহমান বাংলানিউজকে জানান, রাজধানীর কেরানীগঞ্জে সাজাহান ফকির অবস্থান করছেন- এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে স্থানীয় পুলিশের সহায়তায় তাকে বরিশাল নিয়ে আসা হয়।

রোববার (০৪ ডিসেম্বর) সকালে সাজাহান ফকির অসুস্থ হয়ে পড়লে তাকে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নেওয়া হয়।

সুস্থ হলে তাকে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংল‍াদেশ সময়: ১২২২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
এমএস/আরবি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।