ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় অবহিতকরণ সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
নেত্রকোনায় অবহিতকরণ সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তথ্য অধিকার আইন নিয়ে নেত্রকোনায় জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোনা: তথ্য অধিকার আইন নিয়ে নেত্রকোনায় জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ কার্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও তথ্য কমিশনের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান।

সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেনের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম কামরুল হাসান শাহিন, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তারী কাদেরি, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক ও নারী ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার প্রমুখ।

সভায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ সব শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।