ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রৌমারী সীমান্তে হাতি আতঙ্ক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
রৌমারী সীমান্তে হাতি আতঙ্ক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে হরহামেশাই ভারতীয় হাতির দল ঢুকে পড়ায় আতঙ্কে থাকে সীমান্ত এলাকার ১০ গ্রামের মানুষ।

রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী সীমান্তে হরহামেশাই ভারতীয় হাতির দল ঢুকে পড়ায় আতঙ্কে থাকে সীমান্ত এলাকার ১০ গ্রামের মানুষ।  

রোববার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় রৌমারী আর্ন্তজাতিক সীমানা পিলারের (১০৬৭) পাশ দিয়ে ভারত থেকে একদল হাতি ওই গ্রামে ঢুকে পড়ে।

 

এতে বড়াইবাড়ি, বারবান্দা, চুলিয়ারচর, ঝাউবাড়ি, খেওয়ারচর, বকবান্দা, আলগারচরসহ ১০ গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে বাড়ি-ঘর ছেড়ে মাঠে নেমে আসে।

কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য ও সীমান্ত এলাকা বারবান্দা গ্রামের বাসিন্দা মো. রুহুল আমিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার সকাল ১১টায় সরেজমিন ওই সীমান্ত এলাকায় গিয়ে দেখা গেছে, হাতির পালে ১৫টি হাতি রয়েছে। হাতিগুলো এদিক ওদিক ছোটাছুটি করছে। হাতির দল থেকে জীবন বাঁচাতে লোকজনও ছোটাছুটি করছে।  

কাঁটাতারের বেড়ার ওপারের (ভারতে) লোকজনও হই-হুল্লোড় করে হাতির দলটিকে তাড়ানোর চেষ্টা করছে। সীমান্তে লোকজন দেশের সীমানা এলাকা পার হয়ে ভারতের কাঁটাতারের কাছে গেলেও এসময় সীমান্তে থাকা বিজিবির কোনো তৎপরতা দেখা যায়নি।  

এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর দেড়টা) হাতির পালটি সীমান্তের ১০৭১ মেইন পিলারের পাশে আলগারচর এলাকার কাছে একটি জঙ্গলে অবস্থান করছে।

এলাকাবাসীর ধারণা, যেকোনো সময় হাতির দলটি আবারও দেশের অভ্যন্তরে ঢুকে বড় ধরনের ক্ষতি করতে পারে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
বিএসকে/আরএ/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।