ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পুঠিয়ায় গরু বোঝাই নসিমন উল্টে ব্যবসায়ী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
পুঠিয়ায় গরু বোঝাই নসিমন উল্টে ব্যবসায়ী নিহত

রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুরে গরু বোঝাই নসিমন উল্টে জাবেদ আলী (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুরে গরু বোঝাই নসিমন উল্টে জাবেদ আলী (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
 
রোববার (০৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাবেদ আলীর বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলার কইগ্রামে।

এ ঘটনায় আরও দু’জন গরু ব্যবসায়ী ও রাখাল আহত হয়েছেন। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

রাজশাহীর পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, সকালে নসিমনটি নাটোরের সিংড়া থেকে গরু-মহিষ নিয়ে রাজশাহীর সিটিহাটে যাচ্ছিল। পথে পুঠিয়ার তারাপুরে একটি চাকা খুলে গেলে নসিমনটি উল্টে যায়। এতে দু’জন আহত হন। জাবেদ আলী একটি মহিষের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলেও জানান এসআই মনিরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।