ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে নকল নবিসদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
নাটোরে নকল নবিসদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

চাকরি জাতীয়করণের দাবিতে নাটোরে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবিসরা।

নাটোর: চাকরি জাতীয়করণের দাবিতে নাটোরে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবিসরা।

রোববার (৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে তারা তাদের কর্মস্থল ত্যাগ করে রেজিস্ট্রি অফিসের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করে।

এসময় সমাবেশে বক্তব্য রাখেন-জেলা নকল নবিস অ্যাসোসিয়েশনের সভাপতি সুলতানা রাজিয়া, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের এক দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান। এদিকে নকল নবিসদের ধর্মঘটের কারণে ভূমি রেজিস্ট্রি সংক্রান্ত সব কাজ বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।