ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ত্রয়োদশ অধিবেশনে প্যানেল সভাপতি যারা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
ত্রয়োদশ অধিবেশনে প্যানেল সভাপতি যারা

দশম জাতীয় সংসদের ১৩তম অধিবেশন পরিচালনার জন্য ৫ জনকে প্যানেল সভাপতি মনোনীত করা হয়েছে।

সংসদ ভবন থেকে: দশম জাতীয় সংসদের ১৩তম অধিবেশন পরিচালনার জন্য ৫ জনকে প্যানেল সভাপতি মনোনীত করা হয়েছে। চলতি অধিবেশনে স্পিকার বা ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে ক্রমানুসারে সভাপতির দায়িত্ব পালন করবেন প্যানেল সদস্যরা।

রোববার (৪ ডিসেম্বর) বিকেলে ১৩তম অধিবেশনের শুরুতে মনোনীত প্যানেল সভাপতিদের নাম ঘোষণা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এরা হলেন মীর শওকাত আলী বাদশা, সাগুফতা ইয়াসমিন এমিলি, মো. মাহবুব আলী, ফখরুল ইমাম ও নজরুল ইসলাম চৌধুরী।

** সংসদের ত্রয়োদশ অধিবেশন শুরু, চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
এসএম/আরআইএস/এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।