ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সহকারী রাজস্ব কর্মকর্তা পদের ফল প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
সহকারী রাজস্ব কর্মকর্তা পদের ফল প্রকাশ

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) পদে লিখিত পরীক্ষায় চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। এতে ৪৫৬ জনকে সাময়িকভাবে নিয়োগের সুপারিশ করা হয়।

ঢাকা: অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) পদে লিখিত পরীক্ষায় চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। এতে ৪৫৬ জনকে সাময়িকভাবে নিয়োগের সুপারিশ করা হয়।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সোমবার (০৫ ডিসেম্বর) এ পরীক্ষার ফল প্রকাশ করে। তথ্য বিভ্রাটের কারণে ৩০ জনের ফল স্থগিত রাখা হয়েছে।

মেডিকেল বোর্ড কর্তৃক স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা এবং যথাযথ এজেন্সি কর্তৃক প্রাক-নিয়োগ জীবন-বৃত্তান্ত যাচাইয়ের পর নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়োগ দেবে জানিয়ে উত্তীর্ণদের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করতে বলেছে সরকারি কর্ম কমিশন।

সুপারিশকৃতদের তালিকা পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।