ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কুয়েতের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
কুয়েতের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ

কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী লে. জেনারেল (অব.) শেখ খালিদ আল-জারাহ্ আল-সাবাহ্-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।

ঢাকা: কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী লে. জেনারেল (অব.) শেখ খালিদ আল-জারাহ্ আল-সাবাহ্-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।

সোমবার (৫ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়েতের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লে. জেনারেল মোহাম্মদ খালিদ আল খাদের সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আলোচনায় কুয়েতে নিয়োজিত বাংলাদেশ সেনাসদস্যের দক্ষতা, উঁচুমানের পেশাদারিত্ব ও আন্তরিকতার ভূয়সী প্রশংসা হয়।

একক দেশ হিসেবে বর্তমানে কুয়েতেই সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি সেনা মোতায়েন রয়েছে।

কুয়েতে চার দিনের সফর শেষে সেনাপ্রধানের নেতৃত্বে ৭ সদস্যের বিশেষ প্রতিনিধি দলটির আগামী ৬ ডিসেম্বর কাতারের উদ্দেশে রওয়ানা হবে।

সফরকালে সেনাপ্রধান কুয়েতের উপ-প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ খালিদ আল-হামাদ আল-সাবাহ্-এর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।