ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মৃত সন্তান প্রসব করলেন কড়াইল বস্তির গৃহবধূ লাবনী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
মৃত সন্তান প্রসব করলেন কড়াইল বস্তির গৃহবধূ লাবনী ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ঘটনার পর গর্ভবতী গৃহবধূ লাবনী আক্তার (২৩) মৃত সন্তান প্রসব করেছেন।

ঢাকা: কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ঘটনার পর গর্ভবতী গৃহবধূ লাবনী আক্তার (২৩) মৃত সন্তান প্রসব করেছেন। মঙ্গলবার (০৫ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজের গাইনি বিভাগের তিনি মৃত ছেলে সন্তান প্রসব করেন।

বস্তির আগুন থেকে বাঁচতে তাড়াহুড়া করে ঘর থেকে বের হতে গিয়েই তার গর্ভের সন্তান নষ্ট হয়েছে বলে দাবি করেছেন লাবনী আক্তারের স্বামী মো. মুন্না।

মুন্না মিরপুরে একটি গার্মেন্টস কারখানায় চাকরি করেন। স্ত্রী লাবনীসহ তিনি কাড়াইল বস্তিতে ঘর ভাড়া করে থাকেন।

ঢামেক গাইনি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. সোনামনি দত্ত বাংলানিউজকে জানান, জন্মগত ত্রুটির কারণেই লাবনীর গর্ভের সন্তান মৃত্যু হয়েছে। তবে লাবনীর শরীরে কোনো ক্ষত বা আঘাতে চিহৃ পাওয়া যায়নি।

উল্লেখ্য, সোমবার (০৪ ডিসেম্বর) বেলা পৌনে ৩টার দিকে রাজধানীর মহাখালী-বনানী এলাকার কড়াইল বস্তিতে লেপ-তোষকের দোকান থেকে অগুনের সূত্রপাত হয়। সেই অগ্নিকাণ্ডে প্রায় চার শতাধিক ঘর-বাড়ি পুড়ে যায়।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এজেডএস/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।