ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

তালতলীতে জালসহ ২ মণ জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
তালতলীতে জালসহ ২ মণ জাটকা জব্দ

বরগুনা তালতলী উপজেলার সোনাকাটা ফকির হাট সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনা থেকে পাঁচটি বেহুন্দি জাল, একটি মশারির জালসহ ২ মণ জাটকা (ইলিশ) মাছ জব্দ করেছে কোস্টগার্ড।

বরগুনা: বরগুনা তালতলী উপজেলার সোনাকাটা ফকির হাট সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনা থেকে পাঁচটি বেহুন্দি জাল, একটি মশারির জালসহ ২ মণ জাটকা (ইলিশ) মাছ জব্দ করেছে কোস্টগার্ড।

সোমবার সোনাকাটা কোস্টগার্ডের ইনচার্জ মো. হাফিজুর রহমান চৌধুরী বাংলানিউজকে জানান, সকালে জালগুলো পুড়িয়ে ফেলাসহ মাছগুলোকে বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়েছে।

এর আগে রোববার রাতে বঙ্গোপসাগরের মোহনা থেকে এসব জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এসআরএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।