ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছবি: ফাইল ফটো

ঘনকুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

মানিকগঞ্জ: ঘনকুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে বাংলানিউজকে জানান উভয় ঘাট সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ম্যানেজার খোরশেদ আলম জানান, নৌরুটে দুর্ঘটনা এড়াতে ভোর ৪টা ৪০ মিনিট থেকে দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ঘাট পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে তিন শতাধিক যানবাহন অপেক্ষামান রয়েছে বলেও জানান তিনি।

এছাড়া যানবাহন ও যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাটে যাওয়ার অপেক্ষায় রয়েছে ছোট বড় মিলে নয়টি ফেরি।

পাটুরিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের ম্যানেজার সালাউদ্দিন জানান, ভোর ৫টা থেকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট এলাকায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। দৌলতদিয়া ঘাটে যাওয়ার অপেক্ষায় পাটুরিয়া ঘাটে নোঙর করে আছে চারটি ফেরি।

এছাড়া যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে তিনটি ফেরি। নৌরুট পারের অপেক্ষায় ঘাটের পাটুরিয়া প্রান্তে শতাধিক যানবাহন অপেক্ষামান রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।