ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

জামিনে মুক্তি পেলেন মান্না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
জামিনে মুক্তি পেলেন মান্না

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় কারাগার থেকে বের হন তিনি।

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় কারাগার থেকে বের হন তিনি।

ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জের সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

গত ৫ ডিসেম্বর চিকিৎসার জন্য কাশিমপুর কারাগার থেকে মান্নাকে ঢাকা পাঠানো হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর ১০ ডিসেম্বর দু’টি মামলায় আদালত জামিন দেন তাকে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
এসজেএ/ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।