ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কেশবপুরে ৫শ’ গ্রাম গাঁজাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
কেশবপুরে ৫শ’ গ্রাম গাঁজাসহ আটক ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোরের কেশবপুরে সাড়ে ৫শ’ গ্রাম গাঁজাসহ শহীদুল ইসলাম গাজী (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

যশোর: যশোরের কেশবপুরে সাড়ে ৫শ’ গ্রাম গাঁজাসহ শহীদুল ইসলাম গাজী (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার মধ্যকূল গ্রাম থেকে তাকে আটক করা হয়।

শহীদুল ইসলাম ওই গ্রামের মাঝেরপাড়ার মৃত ঈমান আলী গাজীর ছেলে।

র‌্যাব-৬ (যশোর) ক্যাম্পের এএসপি খোদাদাদ হোসেন বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মধ্যকূল গ্রামে অভিযান চাল‍ানো হয়। এ সময় তার কাছ থেকে সাড়ে ৫শ’ গ্রাম গাঁজা এবং ওজনের পরিমাপের কাজে ব্যবহৃত পিতলের ছোট দাড়ি-পাল্লা ও তিনটি বাটখারাসহ শহীদুল ইসলামকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ডিসেম্বর ১৮ ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।