ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে বিষাক্ত খাবার খেয়ে একই পরিবারের ৬জন অচেতন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
চাঁদপুরে বিষাক্ত খাবার খেয়ে একই পরিবারের ৬জন অচেতন

চাঁদপুর শহরের ব্যাংক কলোনি এলাকায় নেশা জাতীয় দ্রব্য মিশ্রিত খাবার খেয়ে একই পরিবারের ৬জন অচেতন হয়ে পড়েছে। মুমূর্ষু অবস্থায় বর্তমানে তারা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

চাঁদপুর: চাঁদপুর শহরের ব্যাংক কলোনি এলাকায় নেশা জাতীয় দ্রব্য মিশ্রিত খাবার খেয়ে একই পরিবারের ৬জন অচেতন হয়ে পড়েছে। মুমূর্ষু অবস্থায় বর্তমানে তারা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) দিনগত রাত ১১টায় ব্যাংক কলোনীর জাহাঙ্গীর সেলিমের বাসায় এ ঘটনা ঘটে।

অচেতন হওয়া ব্যাক্তিরা হলেন, ওই বাসার ভাড়াটিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল করিম (৫৮), তার স্ত্রী রাবেয়া বেগম (৫২), ছেলে কামরুল হাসান (২৪) কামরুলে স্ত্রী হাসনা আক্তার (২১), আব্দুল করিমের নাতি নাহিদ হাসান (১৩) ও ইমান হোসেন (১১)।

আব্দুল করিমের মেয়ের জামাতা মোর্শেদ আলম বাংলানিউজকে বলেন, ব্যাংক কলোনীর ওই বাড়ির নিচ তলায় তারা ভাড়া থাকেন। শনিবার তার শ্বশুর ব্যাংক কলোনী থেকে ব্রয়লার মুরগি কিনে বাসায় আনলে ওই দিনই রান্না করে অর্ধেকটা পরিবারের সবাই খায়। বাকী অংশ রোববার রাতে খাবারের জন্য চুলার মধ্যে গরম করতে দিয়ে ঘরে প্রবেশ করেন। ওই সময় কোনো চক্র তাদের খাবারের সঙ্গে বিষক্রিয়া মিশিয়ে দেয় বলে তারা ধারণা করছেন। রাতে সবাই মুরগি দিয়ে রাতের খাবার খাওয়ার পর পর্যায়ক্রমে অচেতন হয়ে পড়েন। পরে তাদের ওই বাসার অন্য লোকজন হাসপাতালে নিয়ে আসে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বেলাল হোসেন বাংলানিউজকে বলেন, ৬ জনের মধ্যে সবাই গুরুতর অসুস্থ্য হয়ে পড়েছে। খাবারের মধ্যে বিষক্রিয়া থাকলে এ ধরনের অবস্থার সৃষ্টি হয়। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। কয়েক ঘণ্টা পর্যবেক্ষণের পর অবস্থায় সম্পর্কে বলা যাবে।

বাংলাদেশ সময়: ০৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।