ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রায়গঞ্জে পুলিশের পিকআপ খাদে, এসআইসহ আহত ৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
রায়গঞ্জে পুলিশের পিকআপ খাদে, এসআইসহ আহত ৪

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের ধাক্কায় টহলরত পুলিশের পিকআপ খাদে পড়ে এক এসআইসহ (উপ পরিদর্শক) চার কনস্টেবল আহত হয়েছেন।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের ধাক্কায় টহলরত পুলিশের পিকআপ খাদে পড়ে এক এসআইসহ (উপ পরিদর্শক) চার কনস্টেবল আহত হয়েছেন।

সোমবার (১৯ ডিসেম্বর) ভোরে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে রায়গঞ্জ উপজেলার ষোল মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন এসআই আশফাকুর, চালক রফিকুল, কনস্টেবল গফুর ও শফিকুল।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বাংলানিউজকে বলেন, ভোরে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী পদ্মশ্রী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ষোল মাইল এলাকায় টহলরত পুলিশ পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দু’টুকরো হয়ে খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় পিকআপের চালক রফিকুল ও এসআই আশফাকসহ আরও দু’কনস্টেবল আহত হয়েছেন।

এদের মধ্যে কনস্টেবল গফুর ও শফিকুলের অবস্থা আশংকাজনক। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।