ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সাটু‌রিয়ায় হে‌রোইনসহ নারী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
সাটু‌রিয়ায় হে‌রোইনসহ নারী আটক

মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়া উপজেলায় ৪৫ গ্রাম হে‌রোইনসহ ‌জোছনা বানু (৩৫) নামে এক নারী মাদক বি‌ক্রেতা‌কে আটক ক‌রে‌ছে জেলা  পু‌লিশের গোয়েন্দা শাখার (ডি‌বি) সদস্যরা।

সাটু‌রিয়া (মানিকগঞ্জ): মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়া উপজেলায় ৪৫ গ্রাম হে‌রোইনসহ ‌জোছনা বানু (৩৫) নামে এক নারী মাদক বি‌ক্রেতা‌কে আটক ক‌রে‌ছে জেলা  পু‌লিশের গোয়েন্দা শাখার (ডি‌বি) সদস্যরা।

‌আটক জোছনা উপ‌জেলার ধান‌কোড়া ইউনিয়‌নের শ্রীমুখ গ্রা‌মের বেলজু সুলতা‌নের স্ত্রী।

রোববার (১৮ ডিসেম্বর) রা‌তে তাকে তার বা‌ড়ি থে‌কে আটক করা হয়।  

সাটু‌রিয়া থানার‌ ডিউ‌টি অ‌ফিসার সহকারী উপপরিদর্শক (এএসঅাই) অাইয়ূব বাংলা‌নিউজ‌কে জানান, বেশ কিছুদিন ধরে জোছনা এলাকায় হে‌রোইনসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল রাতে তার বাড়িতে অভিযান চালায়। এসময় ৪৫ গ্রাম হে‌রোইনসহ জোছনাকে আটক করা হয়।  

তিনি আরও জানান, পরে সোমবার সকা‌লে জোছনার বিরুদ্ধে সাটু‌রিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অাই‌নে মামলা দা‌য়ের ক‌রা হয়েছে। এতে জোছনা ছাড়াও তার মাদক ব্যবসার সহ‌যোগী অা‌রো তিনজন‌কে অাসামি করা হ‌য়েছে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।