ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

লালপুরে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
লালপুরে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়া ছামাদ মাস্টারের বাড়ি থেকে রেজাউল করিমের বাড়ি পর্যন্ত রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

নাটোর: নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়া ছামাদ মাস্টারের বাড়ি থেকে রেজাউল করিমের বাড়ি পর্যন্ত রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে এ কাজের উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

 

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, লালপুর উপজেলা  স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী কামরুজ্জামান বিলমাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু প্রমুখ।

স্থানীয় সরকার বিভাগের লালপুর উপজেলা প্রকৌশলী কামরুজ্জামান বাংলানিউজকে জানান, ২০১৬-১৭ অর্থ বছরে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই কাজ বাস্তবায়ন করছে। এর ব্যয় ধরা হয়েছে ১৬ লাখ ৯ হাজার ৬১৩ টাকা।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
বিএসকে/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।