ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় বিএনপি নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
উল্লাপাড়ায় বিএনপি নেতা আটক ছবি: প্রতীকী

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে শাখাওয়াত হোসেন সাবু (৩৬) নামে এক বিএনপি নেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে শাখাওয়াত হোসেন সাবু (৩৬) নামে এক বিএনপি নেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

 

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার মো. হাসিবুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

এর আগে রোববার গভীররাতে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সকালে তাকে উল্লাপাড়া থানা পুলিশে হস্তান্তর করা হয়।

সাবু উপজেলার পাগলা উত্তরপাড়া গ্রামের মো. আশরাফ আলী প্রামাণিকের ছেলে। তিনি উপজেলা বিএনপির সদস্য।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহমেদ বাংলানিউজকে জানান, সাবুর বিরুদ্ধে নাশকতার অভিযোগে সাতটি মামলা রয়েছে। এর মধ্যে দু’টি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল তার বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।