ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ৫ দিনের রিমান্ডে জেএমবি সদস্য মতিউর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
সিরাজগঞ্জে ৫ দিনের রিমান্ডে জেএমবি সদস্য মতিউর

সিরাজগঞ্জে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবি সদস্য মতিউর রহমানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবি সদস্য মতিউর রহমানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নজরুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।

মতিউর রহমান (২৬) বগুড়া জেলার শাহজানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকোট গ্রামের দবির উদ্দিনের ছেলে।

এর আগে, সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক ইয়াছিন আরাফাত জেএমবি সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। শুনানি শেষে বিচারক নজরুল ইসলাম ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কোর্ট পরিদর্শক মো. শহিদুল্লাহ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, মতিউর রহমান ঢাকার দারুস ছালাম থানার সন্ত্রাস বিরোধী মামলায় কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন।

সিরাজগঞ্জের সলঙ্গা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা অপর একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে সোমবার দুপুরে সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
পিসি/  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।