ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে পুষ্টি বিজ্ঞান মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
বরিশালে পুষ্টি বিজ্ঞান মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশালে পুষ্টি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল: বরিশালে পুষ্টি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন মহিলাক্লাবে এ মেলার আয়োজন করা হয়।

মায়েদের গর্ভকালীন সময় থেকে বাচ্চার বয়স দুই বছর পর্যন্ত সময় সম্পর্কে স্বাস্থ্যকর্মীদের সচেতনতা বৃদ্ধি করতে এ মেলার আয়োজন করা হয়।

নেসলে নিউট্রিশন ইনিস্টিটিউটের উদ্যোগে সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন- বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার এস.এম রুহুল আমিন।

এসময় বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল কালাম আজাদ, বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসাপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. অসীম কুমার সাহা।

এছাড়াও উপস্থিত ছিলেন- নেসলের পক্ষে বরিশাল অঞ্চলে কর্মরত জহির উদ্দিন সরদার, আল আমিন হোসেন, আলমগীর হোসাইন, রাশেদুল হক রাহাত, তানভীর হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৩৫৫ ঘন্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
এমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।