ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বামনায় গাঁজাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
বামনায় গাঁজাসহ আটক ৩

বরগুনার বামনা উপজেলায় গাঁজাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। 

বরগুনা: বরগুনার বামনা উপজেলায় গাঁজাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।  

সোমবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলার কালাইয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটক যুবকরা হলেন- কালাইয়া গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ সফিকুল ইসলাম (১৮), দুলাল হাওলাদারের ছেলে মোহাম্মদ আল আমিন (১৭) ও আব্দুল কুদ্দুসের ছেলে মোহাম্মদ রাকিবুল ইসলাম (১৯)।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহাবুদ্দিন বাংলানিউজকে জানান, দুপুরে কালাইয়া এলাকায় গাঁজা সেবন করছিলেন সফিকুল, আল আমিন ও রাকিবুল। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময়  তাদের কাছ থেকে ৩শ’ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আটক তিনজনকে বরগুনা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।