ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরা জেলা আওয়ামী লীগের কর্মীসভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
মাগুরা জেলা আওয়ামী লীগের কর্মীসভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা জেলা আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৯ ডিসেম্বর) বিকেলে মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে এ কর্মীসভার আয়োজন করা হয়।

মাগুরা: মাগুরা জেলা আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৯ ডিসেম্বর) বিকেলে মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে এ কর্মীসভার আয়োজন করা হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য রাখেন- প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু, সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ, মুন্সি রেজাউল হক, সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী প্রমুখ।

সভায় আগামী ২৫ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রয়াত এমপি আছাদুজ্জামানের মূত্যুবার্ষিকী পালন ও আসন্ন জেলা পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থী পঙ্কজ কুণ্ডুর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত হয়।

কর্মী সভায় জেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বর ও সর্বস্তরের দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬

পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।