ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় সাংবাদিকের ওপর হামলা মামলায় আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
গাইবান্ধায় সাংবাদিকের ওপর হামলা মামলায় আসামি গ্রেফতার  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধার জনসংকেত পত্রিকার স্টাফ রিপোর্টার মিলন খন্দকারের ওপর হামলার মামলায় আসামি রিয়াজ আহম্মেদকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ।

গাইবান্ধা: গাইবান্ধার জনসংকেত পত্রিকার স্টাফ রিপোর্টার মিলন খন্দকারের ওপর হামলার মামলায় আসামি রিয়াজ আহম্মেদকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ ডিসেম্বর) সকালে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভাটপাড়া গোপালপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

রিয়াজ আহম্মেদ ওই গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকালে গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে রিয়াজকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে রিয়াজকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসম্বের ১৯, ২০১৬৩
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।