ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনী প্রচারণায় ভিক্ষুক-প্রতিবন্ধীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনী প্রচারণায় ভিক্ষুক-প্রতিবন্ধীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আসন্ন কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে মিছিল ও সমাবেশ করেছে ভিক্ষুক-প্রতিবন্ধী কল্যাণ সমিতির সদস্যরা।

কুড়িগ্রাম: আসন্ন কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে মিছিল ও সমাবেশ করেছে ভিক্ষুক-প্রতিবন্ধী কল্যাণ সমিতির সদস্যরা।

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যান পদে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. জাফর আলীর (প্রতীক: আনারস) পক্ষে ভোট চেয়ে অভিনব এই মিছিল বের করা হয়।

কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা পরে কলেজ মোড়ে সমাবেশ করেন।

এসময় বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি আব্দুল করিম সরকার, মোজাম্মেল মিয়া, আকবর আলী, মতি লাল, মান্নান হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।