ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

হাত-পা বেঁধে শিশু নির্যাতনের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
 হাত-পা বেঁধে শিশু নির্যাতনের অভিযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইলের নাগরপুরে আসিফ (০৭) নামে এক শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।

টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুরে আসিফ (০৭) নামে এক শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।

 

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার কাশাদহ হাফিজি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

আসিফ কাশাদহ গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে।

আহত শিশু আসিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আসিফ মাদ্রাসায় পড়াশোনা করে।

আহত আসিফ বাংলানিউজকে জানায়, রোববার (১৮ ডিসেম্বর) মাদ্রাসা থেকে কাউকে না বলে বাড়ি যাওয়ার অপরাধে সোমবার সকালে মাদ্র্রাসা শিক্ষক রাশেদুল ইসলাম তার হাত-পা বেঁধে বেত্রাঘাত করেন।

এরপর মাদ্রাসার আরেক শিক্ষক ওমর ফারুক দ্বিতীয় দফায় তাকে বেতদিয়ে পিটিয়ে সমস্ত শরীর ক্ষত বিক্ষত করেন।

অভিযু্ক্ত শিক্ষক ওমর ফারুক জানান, আসিফ মাদ্রাসায় নিয়মিত থাকে না। এমনকি কাউকে কোনো কিছু না বলে পালিয়ে যায়। তার দুষ্টুমি ও শ্রেণিকক্ষে ফাঁকি দেওয়ার অপরাধে কিছুটা শাসন করা হয়েছে।

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ এলাহি বাংলানিউজকে জানান, এ বিষয়ে খোঁজ নিয়ে ওই দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।