ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পাড়ের অপেক্ষায় ৩ শতাধিক যানবাহন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পাড়ের অপেক্ষায় ৩ শতাধিক যানবাহন

দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি পারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক যানবাহন। 

মানিকগঞ্জ: দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি পারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক যানবাহন।  

রাতে ঘন কুয়াশার কারণে একদিকে ফেরি চলাচলে ধীর গতি, অপরদিকে ভোরের দিকে যানবাহনের চাপ বেশি থাকায় এমন যানজটের সৃষ্টি বলে জানান ঘাট সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে সংশ্লিষ্ট ব্যক্তিরা রুটের উভয় ঘাট মিলে তিন শতাধিক যানবাহন অপেক্ষমান থাকার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবু আবদুল্লাহ জানান, পদ্মা পাড়ের অপেক্ষায় দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় যাত্রীবাহী বাসের দীর্ঘ লাইন নেই। তবে পণ্যবাহী শতাধিক ট্রাক রয়েছে পারের অপেক্ষায়।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরি ঘাট এলাকার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন জানান, নৌরুট পারের অপেক্ষায় পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন রয়েছে। বাস, ট্রাক ও ছোট গাড়ি মিলে কমপক্ষে দুই শতাধিক যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে।  

তিনি আরো জানান, যাত্রী দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে বাস ও ছোট গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করার কারণে ট্রাকের সংখ্যা বেড়ে চলেছে।  

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপারে ছোট বড় মিলে ১৪টি ফেরি চলাচল করছে। দুপুর নাগাদ ঘাটের উভয় পাড়ে যানবাহনের বাড়তি চাপ কমতে পারে বলে জানিয়েছেন পাটুরিয়া ফেরি ঘাট শাখা নৌপুলিশের ইনচার্জ শামছুল আলম।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।