ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে চাঁদাবাজির মামলার সন্ত্রাসী গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
সাভারে চাঁদাবাজির মামলার সন্ত্রাসী গ্রেফতার

সাভারের বিরুলিয়া এলাকা থেকে দিলু মিয়া (৫০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে বিরুলিয়ার কাকাবর এলাকা থেকে দিলু মিয়াকে গ্রেফতার করে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ।

সাভার, ঢাকা: সাভারের বিরুলিয়া এলাকা থেকে দিলু মিয়া (৫০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে বিরুলিয়ার কাকাবর এলাকা থেকে দিলু মিয়াকে গ্রেফতার করে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ।

পুলিশ জানায়, কয়েকদিন আগে বিরুলিয়ার দেউল এলাকায় আমিন মোহাম্মদ গ্রুপের কাছে প্রায় পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন সামাইর এলাকার ইমতিয়াজ উদ্দিনের ছেলে দিলু মিয়া। পরে আমিন মোহাম্মদ গ্রুপ তার বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) তারিকুল ইসলাম বাংলানিউজকে জানান, চাঁদাবাজির মামলায় সন্ত্রাসী দিলুকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।