ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শিশির ভেজা শীতের সকাল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
শিশির ভেজা শীতের সকাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কনকনে শীতের সকালে আলস্য ভেঙে ঘরের বাইরে পা রাখলে চোখে পড়বে এমনই প্রাকৃতিক সৌন্দর্য। সকালের মিষ্টি রৌদে ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুগুলো যেনো মুক্তোদানার মতো।

ফেনী: কনকনে শীতের সকালে আলস্য ভেঙে ঘরের বাইরে পা রাখলে চোখে পড়বে এমনই প্রাকৃতিক সৌন্দর্য।

শীতের সকালে কুয়াশায় ঢাকা রেল লাইন।                     <div class=

ছবি: ডালিম হাজারী" src="http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/sat-120161220124503.jpg" style="width:100%" />সকালের মিষ্টি রৌদে ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুগুলো যেনো মুক্তোদানার মতো।

ছবি: ডালিম হাজারীকুয়াশার চাদর ভেদ করে সিম, কুমড়ো আর লাউসহ নানা রকমের সবজির ফুল যেন মাথা উঁচিয়ে তাদের সৌন্দর্যের জানান দিচ্ছে।

ছবি: ডালিম হাজারীগৃহস্থের খাঁচা থেকে ছাড়া পেয়ে শীত উপেক্ষা করে খাদ্যের সন্ধানে রাজহাঁসের দল।

ছবি: ডালিম হাজারী

শিশিরের পরশে শিম, বরবটি, লাউ আর কুমড়া গাছগুলো হয়ে ওঠেছে আরও সতেজ।

ছবি: ডালিম হাজারী

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।