ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

চুনারুঘাটে ট্রাক্টরচাপায় কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
চুনারুঘাটে ট্রাক্টরচাপায় কিশোর নিহত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাটি বোঝাই পাওয়ার টিলারের (ট্রাক্টর) চাপায় সাবাজ মিয়া (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাটি বোঝাই পাওয়ার টিলারের (ট্রাক্টর) চাপায় সাবাজ মিয়া (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার রাণীগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোর উপজেলার বাগবাড়ি গ্রামের চেরাগ আলীর ছেলে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বাংলানিউজকে জানান, সকালে রাণীগাও এলাকায় বেপরোয়া গতির মাটি বোঝাই একটি ট্রাক্টর সাবাজকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ওই কিশোরকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাক্টরটি আটক করেছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।