ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় গৌতম হত্যাকারী‌দের গ্রেফতা‌রের দা‌বি‌তে মানববন্ধন 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
সাতক্ষীরায় গৌতম হত্যাকারী‌দের গ্রেফতা‌রের দা‌বি‌তে মানববন্ধন  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরায় ক‌লেজ ছাত্র গৌতম হত্যাকা‌ণ্ডের মূল প‌রিকল্পনাকারী‌দের গ্রেফতা‌রের দা‌বি‌তে মানববন্ধন কর্মসূ‌চি পা‌লিত হ‌য়ে‌ছে।

সাতক্ষীরা: সাতক্ষীরায় ক‌লেজ ছাত্র গৌতম হত্যাকা‌ণ্ডের মূল প‌রিকল্পনাকারী‌দের গ্রেফতা‌রের দা‌বি‌তে মানববন্ধন কর্মসূ‌চি পা‌লিত হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য প‌রিষদ এ মানববন্ধন কর্মসূ‌চির আ‌য়োজন ক‌রে।

এসময় সাতক্ষীরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিত সাধুর সভাপতিত্ব বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নিহত গৌতম সরকারের বাবার গণেশ সরকার, জজ কোর্টের পিপি অ্যাড‌ভো‌কেট ওসমান গণি, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকাত হোসেন, জেলা ওয়ার্কার্স পা‌র্টির সম্পাদকমণ্ডলীর সদস্য ফাইমুল হক কিসলু, ঘোনা ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল প্রমুখ।

বক্তারা ব‌লেন, পু‌লি‌শের গাফিলতির কার‌ণেই মেধাবী ছাত্র গৌতমকে জীবন দি‌তে হ‌য়ে‌ছে। পুলিশ আন্তরিক হ‌লে অপহর‌ণের পর তা‌কে জীবন্ত উদ্ধার করা যেত।

বক্তারা অব‌হেলার কার‌ণে অবিলম্বে সাতক্ষীরা সদর থানার ওসি তদন্তকে প্রত্যাহার ও হত্যার সঙ্গে জ‌ড়িত‌দের আই‌নের আওতায় আনার দা‌বি জানান।

দশ লাখ টাকা মুক্তিপণের দা‌বি‌তে গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় সদর উপ‌জেলার মহা‌দেবনগর থে‌কে ক‌লেজছাত্র গৌতম সরকারকে অপহরণ করা হয়। এরপর ১৭ ডি‌সেম্বর সকা‌লে এক‌টি পুকুর থেকে হাত-পা বাঁধা ও মুখে কসটেপ লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার ক‌রে পু‌লিশ।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬

পিসি/

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।