ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
ঝিনাইদহে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ গরীব দুঃস্থ ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

ঝিনাইদহ শহরের চাকলাপাড়া সিও এনজিও’র আয়োজনে পাঁচ শতাধিক গরীব দুঃস্থ ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের চাকলাপাড়া সিও এনজিও’র আয়োজনে পাঁচ শতাধিক গরীব দুঃস্থ ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

 

বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের সিও কনভেনশন সেন্টারে এ কম্বল বিতরণ করা হয়।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিও’র নির্বাহী পরিচালক সামছুল আলম। এতে অতিথি ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মণ্ডল।

বিশেষ অতিথি ছিলেন- যশোর এম এম কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার, লালন একাডেমির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশা, যশোর এম এম কলেজের শিক্ষক আর এম এ জাকারিয়া।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।