ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

শ্রমিক অসন্তোষের জের ধরে ১৩৫ জন ছাঁটাই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
শ্রমিক অসন্তোষের জের ধরে ১৩৫ জন ছাঁটাই ছাঁটাইকৃত শ্রমিকদের তালিকা প্রকাশ

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জের ধরে আরো ১৩৫ জন শ্রমিককে ছাঁটাই করেছে ফাউন্টেন গার্মেন্টস লিমিটেড কারখানা কর্তৃপক্ষ।

আশুলিয়া, সাভার: আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জের ধরে আরো ১৩৫ জন শ্রমিককে ছাঁটাই করেছে ফাউন্টেন গার্মেন্টস লিমিটেড কারখানা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার বাইপাইল থানা সংলগ্ন এলাকায় অবস্থিত ফাউন্টেন গার্মেন্টসের প্রধান ফটকে ছবি সংযুক্ত করে ছাঁটাইকৃত তালিকা প্রকাশ করা হয়েছে।


 
ফাউন্টেন গার্মেন্টেসের প্রোডাকশন ইনচার্জ সমুন হাসান বাংলানিউজকে জানান, কারখানার সিসিটিভি ফুটেজ দেখে প্রাথমিকভাবে প্রায় একশ’ শ্রমিককে ছাঁটাইয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান তিনি।
 
কয়েকদিন ধরে চলমান আন্দোলনে অবৈধভাবে প্রবেশ, ভাঙচুর, চুরির অভিযোগ তুলে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত অর্ধ শতাধিক শ্রমিকের নামে মামলা দায়ের করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।