ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সারিয়াকান্দিতে ৭ গৃহহীনকে ঘরের দলিল বিতরণ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
সারিয়াকান্দিতে ৭ গৃহহীনকে ঘরের দলিল বিতরণ গৃহহীনদের মধ্যে ঘর বিতরণ

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনার চরাঞ্চলে সাতজন গৃহহীনকে বিনামূল্যে দোচালা ঘরের দলিল বিতরণ করা হয়েছে।

সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনার চরাঞ্চলে সাতজন গৃহহীনকে বিনামূল্যে দোচালা ঘরের দলিল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় কুপতলা মহিলা উন্নয়ন সংস্থা হাটশেরপুর ইউনিয়নের চকরতি নাথ চরে সাত গৃহহীন পরিবাররের মধ্যে এ দলিল বিতরণ করা হয়।

গৃহহীনদের দলিল বিতরণ করেন কুপতলা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক হাছনা বানু।

এসময় আরও উপস্থিত ছিলেন সমন্বয়কারী বিপ্লব মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।