ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

কলারোয়ায় ট্রাকচাপায় নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
কলারোয়ায় ট্রাকচাপায় নিহত ১

সাতক্ষীরার কলারোয়ায় ট্রাকচাপায় ওজিয়ার রহমান (৫৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় ট্রাকচাপায় ওজিয়ার রহমান (৫৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপ‌জেলার সলিমপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

ও‌জিয়ার রহমান কলারোয়া উপজেলার সলিমপুর গ্রামের বাসিন্দা।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বাংলা‌নিউজকে জানান, সকালে সাইকেলে করে সলিমপুর বাজা‌রে যাচ্ছিলেন ওজিয়ার রহমান। পথে সলিমপুর মোড়ে পৌঁছালে একটি বালু বোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ট্রাকটি আটক করা হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।