ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুর প্রেসক্লাবের সভাপতি রোস্তম আলী আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
 শেরপুর প্রেসক্লাবের সভাপতি রোস্তম আলী আর নেই

বগুড়ার শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও শেরপুর ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মুহম্মদ রোস্তম আলী আর নেই।

বগুড়া: বগুড়ার শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও শেরপুর ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মুহম্মদ রোস্তম আলী আর নেই।

বুধবার (২১ ডিসেম্বর) বিকেল ৫টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন মুহম্মদ রোস্তম আলী।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের মেঝো জামাতা শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বাদ যোহর শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬

এমবিএইচ/এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।