ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে ছুরিকাঘাতে য‍ুবক আহত

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
বদরগঞ্জে ছুরিকাঘাতে য‍ুবক আহত

রংপুরের বদরগঞ্জে পাওনা টাকার জন্য আউয়াল (২৮) নামে এক যুবককে ছ‍ুরিকাঘাত করেছে শাহিনুর নামে এক ব্যক্তি।

রংপুর: রংপুরের বদরগঞ্জে পাওনা টাকার জন্য আউয়াল (২৮) নামে এক যুবককে ছ‍ুরিকাঘাত করেছে শাহিনুর নামে এক ব্যক্তি।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার রামনাথপুর ইউনিয়নের বাংলার হাট মাদ্রাসাপাড়ায় এ ঘটনা ঘটে।

আউয়াল ওই এলাকার আব্দুল রউফের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে শাহিনুর আউয়ালের কাছে পাওনা ১শ’ টাকা চাইতে গেলে আউয়াল পরে দিবে বলে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে আউয়ালকে ছুরিকাঘাত করে শাহিনুর। এতে গুরুতর আহত হয় আউয়াল। পরে তাকে উদ্ধার করে বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার পর থেকে শাহিনুর ও তার বাবা-মা বাড়ি থেকে পালিয়ে যায়।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. আয়েশা সিদ্দিকা জানান, উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত‍া (ওসি) আখতারুজ্জামান প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২২,২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।