ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ার শ্রমিকরা কথা রাখেনি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
আশুলিয়ার শ্রমিকরা কথা রাখেনি আইসিটি ফেয়ার-২০১৬ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

আশুলিয়ার গার্মেন্টস এর শ্রমিকরা কারখানায় ফিরে যাওয়ার কথা দিলেও তা রাখেনি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

ঢাকা: আশুলিয়ার গার্মেন্টস এর শ্রমিকরা কারখানায় ফিরে যাওয়ার কথা দিলেও তা রাখেনি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মাল্টিপ্ল্যান সিটিতে ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৬ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।



তিনি বলেন,  আশুলিয়ার শ্রমিকরা নানা দাবি নিয়ে আন্দোলন করছেন। আমরা আলোচনা করে বলে ছিলাম বাড়ি ভাড়া না বাড়ার বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। তারাও কারখানায় ফিরে যাবে বলে কথা দিয়েছিলেন। কিন্তু তারা কথা রাখেননি। আমরা শ্রমিকদের প্রতি সহানূভূতিশীল। আমরা তাদের অনুরোধ করবো কারখানায় ফিরে যেতে।

অন্যদিকে ২০১৯ সালের জানুয়ারি মাস শেষ হওয়ার আগেই জাতীয় নির্বাচন হবে বলে জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপি অবশেষে নারায়ণগঞ্জ নির্বাচনে অংশ নিয়েছে। আমরা চাই নিরপেক্ষ নির্বাচন হোক। আগামী ২০১৯ সালের জানুয়ারি মাসের মধ্যেই জাতীয় নির্বাচন হবে। বাংলাদেশকে কেউ থামিয়ে রাখতে পারবে না। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের হতদরিদ্রের হার ৩ শতাংশের নিচে নেমে আসবে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) সভাপতি মোস্তফা জব্বার বলেন, বাংলাদেশ তথ্য প্রযুক্তিখাতে দিন দিন এগিয়ে যাচ্ছে। তথ্য প্রযুক্তি বাংলাদেশ এখন রফতানি করে। তথ্য প্রযুক্তিখাতে বাংলাদেশ রফতানি আয় দাড়িয়েছে ৭’শ মিলিয়ন ডলার। ডিজিটাল হওয়ার ক্ষেত্রে সারা বিশ্বকে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ। বারাক ওবামা যখন কেনিয়া গিয়েছিলেন তখন বাংলাদেশকে ফলো করতে বলেছিলেন। বাংলাদেশকে ফলো করো যেন ডিজিটাল হয় কেনিয়া। কিন্তু আফসোসের বিষয় বাংলাদেশে সব পণ্য রফতানিতে নগদ সহায়তা দেওয়া হলেও তথ্য প্রযুক্তির ব্যবসায়ীদের তা দেয়া হয় না। আমি সরকারকে এ বিষয়ে নজর দেয়ার জন্য অনুরোধ জানাই।

ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১৬ এর আহ্বায়ক তৌফিক এহসান বলেন, উপমহাদেশের সবচেয়ে বড় আইসিটি ফেয়ার আয়োজন করে থাকি আমরা। আমাদের এবারের মেলায় ৬৫০টি স্টল রয়েছে। আইসিটিতে বাংলাদেশের তরুণদের এগিয়ে নিয়ে যেতে হবে। আর তাই মেলায় বিশেষ অফার রাখা হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য।

মেলা ২২ ডিসেম্বর থেকে শুরু শেষ হবে ২৭ ডিসেম্বর। ৬ দিন ব্যাপী এ মেলা সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে বলে জানান মেলা কর্তৃপক্ষ। মেলায় সর্বশেষ প্রযুক্তির কম্পিউটার ল্যাপটপ, ক্যামেরাসহ তথ্য প্রযুক্তির নানা প্রদর্শন ও বিক্রি করা হবে।

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি আলী আশফাক।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
ইউএম/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।