ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

খাগড়াছড়িতে পৌর মেয়র রফিকুল আলম কর্তৃক সাংবাদিক নীরব চৌধুরীকে মারধরের ঘটনায় রাঙামাটিতে মানববন্ধন করেছে সংবাদকর্মীরা।

রাঙামাটি: খাগড়াছড়িতে পৌর মেয়র রফিকুল আলম কর্তৃক সাংবাদিক নীরব চৌধুরীকে মারধরের ঘটনায় রাঙামাটিতে মানববন্ধন করেছে সংবাদকর্মীরা।

 

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- প্রবীণ সাংবাদিক এ কে এম মকসুদ আহম্মেদ, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি, প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে’র সাধারণ সম্পাদক মো. হান্নান, জার্নালিস্ট নেটওয়ার্ক সভাপতি শান্তি চাকমা ও সাধারণ সম্পাদক ফাতেমা জান্নাত মুমুসহ রাঙামাটিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
এজি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।